
নিজস্ব প্রতিবেদক | ১৬ ডিসেম্বর
আজ মহান ১৬ ডিসেম্বর—হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মহান বিজয় দিবস। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুন দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ মা–বোনের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও দেশপ্রেমকে।
তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে—স্বাধীনতা কোনো দয়া নয়; এটি অর্জন করতে হয় সংগ্রাম, ত্যাগ ও ঐক্যের মাধ্যমে। এই বিজয় ছিল শোষণ, বৈষম্য ও স্বৈরশাসনের বিরুদ্ধে বাঙালি জাতির ঐতিহাসিক প্রতিবাদ।”
বিবৃতিতে মীর মিথুন উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “আজ বিজয়ের চেতনা বারবার ভূলুণ্ঠিত হচ্ছে। গণতন্ত্র সংকুচিত, মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত এবং ছাত্রসমাজ নির্যাতন ও বঞ্চনার শিকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলো জ্ঞানচর্চার কেন্দ্রের পরিবর্তে দলীয়করণের শিকার হচ্ছে।”
এই প্রেক্ষাপটে ছাত্রদলের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন—
স্বাধীনতার চেতনার নামে কোনো দুঃশাসন মেনে নেওয়া হবে না,
বিজয়ের ইতিহাসকে একদলীয় সম্পত্তিতে পরিণত হতে দেওয়া হবে না,
ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, “১৬ ডিসেম্বর শুধু অতীত স্মরণ করার দিন নয়; এটি ভবিষ্যতের জন্য শপথ নেওয়ার দিন। একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
বিবৃতির শেষে তিনি দেশ ও গণতন্ত্র রক্ষায় ছাত্রদলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং আন্দোলনে সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
জয় হোক মহান মুক্তিযুদ্ধের চেতনার।
জয় হোক ছাত্রসমাজের।
জয় হোক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের।
বাংলাদেশ জিন্দাবাদ।
মীর ইমরান হোসেন মিথুন
যুগ্ম সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ
সাবেক সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ
সাবেক সহ-সভাপতি, সরকারি বাঙলা কলেজ ছাত্রদল