
মোঃ রুবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া:- বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি জানে আলম রনি, সাধারণ সম্পাদক আল সাইদ রুবেলসহ অঙ্গসংগঠনের সকল সাংবাদিকদের উপস্থিতিতে।
গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে দেশবরেণ্য সংগঠক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও মানবতার ফেরিওয়ালা হিসেবে স্বীকৃত খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা তাঁর কর্মময় জীবন, মানবিক উদ্যোগ এবং গণমাধ্যম উন্নয়নে অগ্রগণ্য অবদানের কথা তুলে ধরেন। তাঁকে শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ।
এক প্রেরণার নাম খান সেলিম রহমান
১৯৭৭ সালের ১১ ডিসেম্বর ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগৌর নগর গ্রামের এক স্বনামধন্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন খান সেলিম রহমান। তাঁর বাবা আলহাজ্ব আবদুর রব মিয়া ছিলেন নীতিবান সমাজসেবক এবং মা বিবি জারিফা ছিলেন পরোপকারী, শিক্ষাপ্রেমী ও মানবিক মূল্যবোধের প্রতীক। শৈশব থেকেই তিনি পরিবার থেকে সততা, নৈতিকতা এবং পরোপকারের শিক্ষা অর্জন করেন, যা পরবর্তীতে তাঁর চরিত্রকে আরও দীপ্তিমান করেছে।
দীপ্ত পথচলার একজন যোদ্ধা
সাহস, সততা ও দায়িত্বশীলতাকে সঙ্গী করে সাংবাদিকতা পেশায় খান সেলিম রহমান গড়ে তুলেছেন এক অনন্য দৃষ্টান্ত। সত্যনিষ্ঠতা, পেশাদারিত্ব এবং সংগঠন পরিচালনায় তাঁর দূরদর্শী নেতৃত্ব তাঁকে দেশের গণমাধ্যম অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রে পরিণত করেছে।
সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের আধুনিকায়ন, তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় তাঁর অবদান অনন্য। সাংবাদিকদের ওপর হামলা–নির্যাতনের ঘটনার সময়ে তিনি সর্বপ্রথম এগিয়ে আসেন, আইনি সহায়তা প্রদান করেন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করেন—এই কারণেই তাঁকে সাংবাদিক সমাজের অভিভাবক বলা হয়।
তাঁর দর্শন—‘সত্যকে ধারণ করতে হলে সাংবাদিককে সর্বপ্রথম সৎ হতে হবে’
গণমাধ্যমের মানোন্নয়ন, তথ্যের স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তাঁর কর্মজীবনের প্রতিটি পদক্ষেপ পরিচালিত হয়েছে একটি মূলনীতিতে—
“সত্যকে ধারণ করতে হলে সাংবাদিককে সর্বপ্রথম সৎ হতে হবে।”
মানবতার ফেরিওয়ালা
সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা বিশেষভাবে প্রশংসিত।
দুর্যোগে সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিপদের সময়ে মানুষের পাশে ছুটে যাওয়া—এসব উদ্যোগ তাঁকে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত করেছে।
শুভ জন্মদিনে দেশজুড়ে শুভেচ্ছার বন্যা
দেশব্যাপী সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বার্তায় বলেন—
“খান সেলিম রহমান শুধু একজন সম্পাদক নন; তিনি তরুণ প্রজন্মের জন্য এক প্রেরণার বাতিঘর। তাঁর মানবিকতা, নেতৃত্বগুণ ও ইতিবাচক কর্মকাণ্ড তাকে করেছে এক অনন্য ব্যক্তিত্ব।”
জাতীয় দৈনিক মাতৃজগত পরিবারসহ দেশের সকল সাংবাদিক সমাজ তাঁর জন্মদিনে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা।
তাঁর জীবন হোক আলোকোজ্জ্বল, সার্থক এবং মানবকল্যাণে নিবেদিত—এই শুভকামনা।