নিজস্ব সংবাদদাতা :
মিরপুর প্রেসক্লাবের সভাপতি ও সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম রিপনকে তার নিজ বাসভবনে দেখতে যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা ১৫ আসনের কর্ণধার শফিকুল ইসলাম মিল্টন। দীর্ঘদিন ধরে ঢাকা মিরপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রিপন চিকিৎসাধীন অবস্থায় আছেন। অসুস্থতার খবর পেয়ে ছুটে আসেন সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ১৫ আসনের আগামী দিনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন। সাবেক ছাত্রনেতা ও মিরপুর প্রেসক্লাব ঢাকার সভাপতি আমিনুল ইসলাম রিপনকে বলেন আগামী দিনে তার চিকিৎসার যাবতীয় খরচ বহন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উপস্থিত ছিলেন ঢাকা মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ শিহাব উদ্দিন, মিরপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও কাফরুল থানার যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টুটুল, মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য জাকির হোসেন শান্ত, কাফরুল থানা কৃষক দলের সভাপতি অহিদুর রহমান তুষার, তাঁতি দলের সাবেক সদস্য সচিব বেলাল উদ্দিন সহ হাজার হাজার নেতা কর্মী। এরপর শফিকুল ইসলাম মিল্টন কাফরুল থানাধীন কচুক্ষেত, বউবাজার, কাফরুল উত্তর ও দক্ষিণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফার কার্যপ্রণালী জনসাধারণের মধ্যে তুলে ধরেন। এবং তিনি প্রত্যাশা করেন আগামী দিন এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি এলাকার যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করবেন এবং এখানে মানুষের কর্মসংস্থান সৃষ্টি, রাস্তাঘাটের সংস্কার, মাদকমুক্ত সমাজ গঠন করবেন বলে আশ্বাস দেন।