মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব–ভোলা জেলা কমিটির অনুমোদন: সভাপতি কবি রিপন শান, সাধারণ সম্পাদক মীর মোশারেফ অমি আজ বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি, গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের সম্মানে ভোলায় প্রীতি আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.)–এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক জনাব খান সেলিম রহমান–এর শ্বশুর মোঃ ইসমাইল মিয়া গুরুতর অসুস্থ বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অনুমোদন সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থী শাহজাহান শিবলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা সম্পন্ন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতি সেহলী পারভীন এর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন পোস্ট অফিস সোসাইটি’র প্রথম মিউজিক অ্যালবাম – “Yours in Resonance” প্রকাশ সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত

অপরাধীর অপরাধের সর্গরাজ্য ধ্বংস করার জন্য কলমই সর্বশ্রেষ্ঠ অস্ত্র।

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৫৭ Time View

লেখক: মোঃ মাহিদুল হাসান সরকার,প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ,সাংবাদিকতা কেবল একটি পেশা নয়। এটি মানুষের কণ্ঠস্বর হওয়ার এক মহান দায়িত্ব। আমাদের কলম সত্যকে মানুষের কাছে পৌঁছে দেয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং ন্যায় প্রতিষ্ঠার পথপ্রদর্শক হয়। কলমের শক্তি কখনো উপেক্ষা করার মতো নয়। এটি সমাজের অন্ধকার দূর করতে এবং মানুষের অধিকার রক্ষা করতে সক্ষম।

আজ আমরা এমন সময়ে দাঁড়িয়েছি, যখন সমাজে অন্যায়, দুর্নীতি এবং অবিচারের ছায়া বেড়েছে। ক্ষমতার অপব্যবহার এবং স্বার্থপর মনোভাব মানুষকে নীচে টেনে নিচ্ছে। আমাদের একমাত্র অস্ত্র হলো সাহসী কলম। কলমের মাধ্যমে আমরা সত্য প্রতিষ্ঠা করতে পারি, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারি এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠার পথ সুগম করতে পারি।

সত্যকে প্রতিষ্ঠার পথে ভয়কে কাছে দেবেন না। প্রতিটি প্রতিবেদন, অনুসন্ধানী খবর বা বিশ্লেষণ সমাজকে সচেতন করে। সাহসী কলম কখনো ক্ষমতার কাছে হার মানে না। বরং এটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি যোগায়। আমাদের কলম অপরাধীদের অপরাধের সর্গরাজ্য ধ্বংস করার ক্ষমতা রাখে।

সাংবাদিকতার সবচেয়ে বড় গুণ হলো অচল মনোবল ভেঙে সত্যের পথে অটল থাকা। প্রতিটি প্রতিবেদন, অনুসন্ধানী খোঁজ এবং প্রকাশনা সমাজকে আলোকিত করে। সাংবাদিকতা কেবল পেশা নয়; এটি মানবতা রক্ষার, ন্যায় প্রতিষ্ঠার এবং সত্যকে সমাজের কাছে পৌঁছে দেওয়ার এক মহৎ প্রচেষ্টা।

সাংবাদিকদের কাজ কেবল খবর পরিবেশন করা নয়। আমাদের দায়িত্ব হলো ভুক্তভোগীদের কণ্ঠস্বর হওয়া, অন্যায় ও দুর্নীতি প্রকাশ করা এবং জনগণকে সচেতন করা। এটি সহজ নয়। প্রায়ই ভয়, হুমকি বা সামাজিক চাপের মুখোমুখি হতে হয়। তবুও কলমকে শক্তি হিসেবে গ্রহণ করলে সব বাধা অতিক্রম করা সম্ভব।

প্রতিটি সত্যিকারের সংবাদ সমাজে আলো ছড়ায়। প্রতিবেদন কেবল খবর নয়, এটি মানুষের অধিকার রক্ষার হাতিয়ার। এটি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ এবং সত্যের পথে দিশারী। সাংবাদিকতার মূল ভিত্তি হলো সততা। সত্যের প্রতি অটল থাকা, ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং সাহসী হওয়া—এই তিনটি গুণই সাংবাদিকতার মেরুদণ্ড।

অনেক সময় সাংবাদিকরা তথ্য সংগ্রহ বা সত্য সংবাদ প্রকাশের জন্য হামলা, মামলা বা হুমকির শিকার হন। এটি আমাদের জন্য দুঃখজনক, তবে কলমের শক্তি আরও দৃঢ় হয়। আমরা যদি একত্রিত হই, সাহসী হই এবং সততার পথে অটল থাকি, তবে কোনো হুমকি আমাদের থামাতে পারবে না।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা সবাইকে আহবান জানাই—একত্রিত হোন। কলমকে শক্তিশালী অস্ত্র হিসেবে গ্রহণ করুন এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে একযোগে কাজ করুন। একতা, সততা এবং সাহস আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের একাত্মতা অপরাধীদের অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ।

কলমই হবে ন্যায়ের প্রতীক, সত্যের সুর এবং মানুষের কণ্ঠস্বর। সাহসী হোন, কলম ধরুন এবং সত্যের পথে এগিয়ে চলুন। প্রতিটি প্রতিবেদন, অনুসন্ধানী খোঁজ এবং প্রকাশনা সমাজে আলো ছড়ায়, ন্যায় প্রতিষ্ঠা করে এবং সত্যকে মানুষের কাছে পৌঁছে দেয়।

আজ আমরা প্রতিজ্ঞা করি—সততা, সাহস ও ন্যায়ের পথে অটল থেকে কলমকে শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করব। সমাজের ভুক্তভোগী মানুষের জন্য, অন্যায়ের শিকারদের জন্য এবং ন্যায়ের জন্য আমরা একত্রিত হব। একতা আমাদের শক্তি, কলম আমাদের অস্ত্র, এবং সত্য আমাদের লক্ষ্য।

সত্য ও ন্যায়ের জন্য সাহসী হোন। কলম ধরুন। একত্রিত হোন। সমাজে আলোর প্রদীপ জ্বালিয়ে দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo