মাদারীপুর প্রতিনিধি:-মাদারীপুরের শিবচর উপজেলার শেখপুর নামক এলাকায়, চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিকসহ ৪ জন হামলার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
এসময় হামলায় আহত সাংবাদিকদের সাথে থাকা নগদ অর্থ, স্বর্নালঙ্কার,মোবাইল ও ক্যামেরা লুটের করে নিয়ে যায় হামলাকারীরা।
গত ৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় শেখপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায়, আহত সংবাদকর্মীদের পক্ষ থেকে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত সংবাদকর্মীরা হলেন- আজকের দর্পণের মাদারীপুর জেলা প্রতিনিধি মীর ইমরান, চ্যানেল S এর শিবচর উপজেলা প্রতিনিধি নাজমুল হোসাইন, সাইদুর রহমান শওকত ও নুর আলম। এলাকাবাসীর সাহায্যে তাদের পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে আনা হয়।
মঙ্গলবার সন্ধ্যার সময় এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শিবচরসহ মাদারীপুর সকল সাংবাদিক সমাজ ও জেলার কর্মরত সকল সাংবাদিক বৃন্দরা। এবং ঘটনার সাথে জড়িত সকলক অপরাধীকে আইন আওতায় এনে বিচার দাবি জানিয়েছে থানা ও জেলার সাংবাদিক নেতারা।