মোঃফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার : রাস্তায় হকার সরানোর মাধ্যমে যান চলাচল ও জনগণের স্বস্তির জন্য কাজ করে যাচ্ছেন ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। মিরপুর-১০ গোল চত্বর এলাকার বিভিন্ন পয়েন্টে ও আইডিয়াল স্কুল সংলগ্ন রাস্তায় হকার থাকার কারণে যান চলাচল সহ নানা সমস্যায় সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ।
শুক্রবার সন্ধ্যায় মিরপুর মডেল থানার ওসি(ভারপ্রাপ্ত) সাজ্জাত রোমন এর তত্ত্বাবধানে সন্ধ্যায় গোল চত্বরের বিভিন্ন জায়গায় হকারদের রাস্তা থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি হকারদের দোকানে দোকানে গিয়ে রাস্তা ক্লিয়ার এবং সাধারণ মানুষের চলাচলে যাতে বাধা সৃষ্টি না হয় সে ব্যাপারে তাদের প্রাথমিকভাবে জানায়। রাস্তায় হকার বাসা নিয়ে মিরপুর মডেল থানা পুলিশ বিশেষ অবস্থানে আছে জানিয়ে ওসি(ভারপ্রাপ্ত) সাজ্জাত রোমন জানান-যান চলাচল ও জনগণের সুবিধার্থে আমরা দোকানগুলো সরিয়ে দিচ্ছি। এছাড়াও পরবর্তীতে তারা যেন বসতে না পারে সেজন্য মিরপুর মডেল থানা পুলিশের টহল গাড়ি থাকবে এবং বসলে সাথে সাথে ব্যবস্থা নেবে।
এছাড়াও হকারদের বিষয়ে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল ও গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন পুলিশ।
এদিকে যানজট নিরসন ও জনকল্যাণে পুলিশের সকল কাজে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সব সময় পাশে থাকবেন এবং রাস্তা ক্লিয়ারে সম্মিলিতভাবে কাজ করার কথাও জানান।
উল্লেখ্য, মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মাকসেদুর রহমানের যোগদানের পরপরই মিরপুরের ফুটপাতে চাঁদাবাজি বন্ধ সহ বহুমুখী পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে অনেকটা স্বস্তি মিলেছে।