মো: ফারুক হোসেন ব্যুরো প্রধান:
ভাষাসৈনিক বিচারপতি হাবিবুর রহমান এর ১১তম এবং ভাষাসৈনিক এ্যাডভোকেট মহসিন প্রামানিকের ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।
শনিবার (১১ জানুয়ারী) বিকেল ৪ টায় নগরীর শিরোইলে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সভাপতি ভাষাসৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।
জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহসিন প্রামানিকের ছোট ভাই সাংস্কৃতিক কর্মী বাসেদ হোসেন প্রামানিক এবং হাবিবুর রহমানের ছোট ভাই মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু।
বক্তব্য রাখেন, বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এসএম আব্দুল মুগনি নিরো, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, রাজশাহী অনলাইন প্রেসক্লাবের সভাপতি অভিলাষ দাস তমাল, প্রকাশকালের সম্পাদক রাজীব আলী, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান রিপন, গণমাধ্যম কর্মী মোজাম্মেল বাবু, মানবাধিকার কর্মী মো মোস্তফা কামাল ইমন ও প্রকাশকালের চীফ রিপোর্টার শেখ রুমেল।
বক্তারা বলেন, ভাষা সৈনিক বিচারপতি হাবিবুর রহমান ও মহসিন প্রামানিকের মত নেতৃত্ব আজ রাজশাহীতে বড়োই অভাব। রাজশাহীকে এগিয়ে নিতে হলে এদের মত নেতৃত্ব দিতে হবে। এজন্য তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে আসতে হবে।