নিজস্ব প্রতিবেদক: বর্তমান দেশের আলোচিত ঢাকা ১২ আসন এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এ কেমন ইস্তেহার দিলেন আরিফুল ইসলাম কাজল !!!
জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ এর পক্ষ থেকে ঢাকা- ১২ আসনের আগামী সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশের বর্তমান সেরা ধারাভাষ্যকার,সংগীত শিল্পী ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম কাজল এর নিকট ত্রিয়দশের নির্বাচনের প্রার্থী হিসেবে তার নিজস্ব ইস্তেহার জানতে চাইলে তিনি বলেন, ঢাকা ১২ আসনের আমজনতার পাশে আছি আজীবন থাকতে চাই ইনশাআল্লাহ,, প্রার্থী হিসেবে তার ৬ টি গুরুত্বপূর্ণ ইস্তেহার প্রকাশ করেন,
১) তিনি নির্বাচিত হলে কাওরান বাজার সহ ১২ আসনের কোন অলিতে-গলিতে কোন চাঁদাবাজের ঠাঁই হবে না,, তিনি এই আসনের তিন লক্ষাধিক আমজনতা ও বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন,পুলিশ ফোর্স এবং ডিবি প্রশাসন নিয়ে ঝাঁপিয়ে পড়বেন চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে যদি জীবন দিতে হয় আমজনতার সুখ ও নিরাপত্তার জন্য তিনি পিছপা হবেন না,,
২) ১২ আসনের আমজনতার জন্য ( দল মত নির্বিশেষে ) সবার জন্য উমুক্ত সেবা থাকবে ননস্টপ ভাবে,
৩) প্রতিটি ওয়ার্ড থেকে নিজে গিয়ে বাছাই করে করে শিক্ষিত বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থান এর ব্যবস্হা করা হবে ইনশাআল্লাহ,,
৪) কেউ অপরাধী হলে উপযুক্ত প্রমান পেলে প্রশাসন এর কাছে কোন তদবির চলবে না, বরং অপরাধী বিরুদ্ধে এ্যাকশান নেওয়া হবে সে যদি নিজের সন্তান ও হয়,,
৫) ১২ আসনের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সিসিটিভিতে মনিটরিং করা হবে,শিক্ষার মান উন্নয়ন এর জন্য,,
৬) প্রতিটি দোকানদার ও ব্যবসায়িদের নিকট থেকে কোন থানা প্রশাসন বা কোন দলের ছেলেপেলেরা যেন খামখেয়ালি করে মাসিক চাঁদা নিতে না পারে তার জন্য সকলকে নিয়ে( চাঁদা মুক্ত ১২ আসন) নামে কমিটি গঠন করবেন বলে তিনি ইস্তেহার ঘোষণা করেন, তিনি বলেন ১২ আসনের আওতায় একজন ভিক্ষুক ও যেন লাখ টাকা নিয়ে ১২ আসনের সবখানে রাতের আঁধারে নিশ্চিন্তে, নির্ভয়ে হাঁটতে পারে সে জন্য কঠোর থেকে কঠোর আইন প্রয়োগ করবেন বলে আমজনতাদের আশ্বাস দেন,, পরিশেষে সকলের দোয়া, ভালবাসা ও সহযোগিতা কামনা করেন।