নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধের ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রম দের প্রতি জানাই মোজাম্মেল হোসেন বাবু এর পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয় – সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
৫৪ তম মহান বিজয়ের মাস উদযাপন করুন সবাইকে নিয়ে মহান বিজয় দিবসের লাল সবুজের বিজয়ী শুভেচ্ছা।
সেই সাথে দেশবাসী ও দেশের বাহিরে সকল প্রাবাসী বাংলাদেশী ভাইবোন এবং সকল সংবাদ কর্মী দের জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।
মোঃ মোজাম্মেল হোসেন বাবু সহ-সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্লেস ক্লাব, মফস্বল সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা।
বিজয়ের রঙে রাঙ্গিয়ে তুলুন কাছের মানুষদের নিয়ে।
মোজাম্মেল হোসেন বাবু বলেন,
লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয় দিবসে সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। বিজয়ের মাসে, আমাদের হৃদয়ে জয়গাঁথা, আমাদের স্বাধীনতার অমর চেতনা যেন আরো বেশি শক্তিশালী হয়। এই মাস আমাদের শিখিয়েছে যে, আমরা একত্রিত হলে কোনো কিছুই আমাদের অজেয় নয়। আমরা যেন নিজেদের ইতিহাসের প্রতি সম্মান রেখে, দেশের প্রতি ভালোবাসা আরও গভীর হয়। এই মহান মাসে, আমরা প্রতিজ্ঞা করি যে, দেশকে এগিয়ে নিতে, এর প্রতিটি শিশুর ভবিষ্যৎ উন্নত করতে, আমাদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসা দিয়ে কাজ করে যাবো। আজকের বাংলাদেশ, আমাদের গর্ব ও আমাদের অহংকর ।
এই দেশকে আরও ভালোবাসা ও সম্মান দিয়ে এগিয়ে নিতে ; “ জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সাথে থাকুন।
১৯৭১-এ আমাদের প্রিয় মাতৃভূমি শত্রুমুক্ত হলেও চক্রান্তকারীদের নীলনকশা আজো বিদ্যমান। আধিপত্যবাদী শক্তি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিনাশ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। ওই অপশক্তির এদেশীয় দোসররা নানাবিধ চক্রান্তজাল রচনা করে আমাদের বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা।
পরাধীনতার হাত থেকে দেশের বিজয় অর্জনে যেসব মা-বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন- আমি তাঁদের জানাই শ্রদ্ধাঞ্জলি।
মোজাম্মেল হোসেন বাবু
মফস্বল সম্পাদক ~ জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
সহ-সভাপতি ~ বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব।