মো: ইলিয়াস শেখ কুয়াকাটা: পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবে পূর্ণাঙ্গ সদস্য হলেন ছয় সাংবাদিক।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে প্রেসক্লাবের এক মিটিংয়ে তাঁদেরকে পূর্ণাঙ্গ সদস্য হিসাবে নির্বাচিত করার সিদ্ধান্ত নেন প্রেসক্লাব।রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে সদস্যদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।
জানা যায়,কুয়াকাটায় দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা করছে এমন বেশ কয়েকজন সাংবাদিক ঐতিহ্যবাহী এই ক্লাবে আবেদন করলে যাচাই বাছাই শেষে তাদেরকে সদস্য করার সিদ্ধান্ত নেন প্রেসক্লাব।
নতুন সদস্যরা হলেন-প্রগতি ২৪ এর প্রকাশক ও সম্পাদক রেদওয়ানুল ইসলাম রাসেল,
নাগরিক টেলিভিশন,জাগো নিউজ ও দৈনিক সমকালের কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি আসাদুজ্জামান মিরাজ, ঢাকাপোস্ট, যায়যায়দিন ও আজকের বার্তার কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি এস.এম আলমাস, সকালের সময়, দৈনিক আজক ও সুন্দরবনের কুয়াকাটা প্রতিনিধি আবুল হোসেন রাজু, দৈনিক ঢাকা প্রতিদিনের কুয়াকাটা প্রতিনিধি জুয়েল ফরাজি, আমাদের সময়ের কুয়াকাটা প্রতিনিধি মাসুদ পারভেজ সাগর।
কুয়াকাটা প্রেসক্লাবে নতুন সদস্য হয়ে প্রেসক্লাবকে আরো গতিশীল এবং নান্দনিক করতে কাজ করবে বলে জানায় নতুন সদস্যরা।