ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৭ বছর পর জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪”নানা আয়োজন আর দর্শক শ্রোতাদের উজ্জীবিত করে সাবেক মন্ত্রী ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের নির্বাচনী এলাকা ভোলা-৩ আসনে অন্তর্গত ধলীগৌরনগর মঙ্গল শিকদার স্কুল মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।রাজনৈতিক নানা জটিলতায় এতদিন পর “মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট”অনুষ্ঠিত হওয়ায় মাঠের চারপাশে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করে প্রধান অতিথি সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন এই অঞ্চলের মানুষের এতদিনের অবহেলা বঞ্চনা ভুলে কিছুক্ষণের জন্য খেলাটি উপভোগ করার আহ্বান জানান। এ সময় তিনি আরো বলেন-বিগত দিনে লালমোহনে এত বড় আয়োজন কেউ করতে পারেনি। আপনারা সুন্দর ভাবে খেলাটি উপভোগ করুন এবং আমার জন্য দোয়া করুন।
স্থানীয় ও বিদেশী ফুটবলারদের নিয়ে এই টুর্নামেন্টটি প্রতিবছরই আয়োজন করার কথা জানিয়ে টুর্নামেন্ট আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ও ধলীগৌরনগর ইউনিয়ন(পূর্ব শাখা)বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ ইউসুফ মেম্বার বলেন- ইয়ং জেনারেশনকে মাদক মুক্ত ও সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলামুখী হতে হবে। যুব সমাজকে সুন্দর ও সুশৃংখল রাখতে ভোলা-৩ আসনের মাটি ও মানুষের নেতা মেজর(অব:)হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশনায় আমাদের এই আয়োজন।
এদিকে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রথম দিনের ম্যাচে রমাগঞ্জ ইউনিয়ন একাদশ ও চতলা বাজার টি.এম একাডেমী অংশ নিলে ২-০ গোলে জয়লাভ করেন রমণগঞ্জ ইউনিয়ন একাদশ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মো:তৌহিদুল ইসলাম(উপজেলা নির্বাহী অফিসার, লালমোহন, ভোলা), শফিকুল ইসলাম পঞ্চায়েত(সদস্য সচিব,লালমোহন উপজেলা বিএনপি),ছাদেক মিয়া হাওলাদার(সভাপতি,লালমোহন পৌরসভা বিএনপি),অধ্যক্ষ মো:ফরিদ উদ্দিন(যুগ্ন আহবায়ক, লালমোহন উপজেলা বিএনপি),সোহেল আজিজ শাহিন পাটোয়ারী(যুগ্ন আহবায়ক লালমোহন উপজেলা বিএনপি),নোমান পাটোয়ারী(প্রফেসর,লালমোহন মহিলা কলেজ)।
এ সময় আরো উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা মিন্টু(সভাপতি,তজুমদ্দিন উপজেলা বিএনপি),ওমর হাসাদ রিন্টু(সাধারণ সম্পাদক,তজুমদ্দিন উপজেলা বিএনপি) সহ লালমোহন-তজুমদ্দিন উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।