1. info@bangladeshcentralpressclub.com : pressclub :
  2. admin@sandwipupazilapressclub.com : rahad :
  3. hello@bangladeshcentralpressclub.com : salim :
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহজাদপুর প্রেস ক্লাবে উসবমুখর পরিবেশে দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত।  তথ্য সংগ্রহ করতে গিয়ে দৈনিক সূর্যোদয়ের ব্যবস্থাপনা সম্পাদক শাহাদাত হোসাইন রাসেল ও বিশেষ প্রতিনিধি দ্বীন ইসলামের উপর হামলা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম রিপনের সুস্থতার জন্য দোয়া কামনা পূনরায়, মাতৃজগত পত্রিকা’র বিশেষ প্রতিনিধি এবং বাংলাদেশ সেন্টার প্রেসক্লাবের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন, এস এম জসিম কাশিয়ানীতে ডাকাতির প্রস্তুত কালে জনতার হাতে আটক- ৬ খান সিফাত রহমান রাফির ১৬’তম জন্মদিন পালিত বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সহযোগিতায় বানভাসি মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আমিনুল ইসলাম রিপন ভোলা দক্ষিণ প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন রিপন শান সভাপতি, তরিকুল ইসলাম রণি সাধারণ সম্পাদক

পবিত্র শবে কদরের শুভেচ্ছা জানিয়েছেন, খান সেলিম রহমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৫৬ Time View

 

শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার: শবে কদর বা লাইলাতুল কদর প্রত্যেক মুসলিদেরর জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা এই রাতের ফজিলত সম্পর্কে বলেছেন, ‘নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদর (মর্যাদাপূর্ণ) রজনীতে। মহিমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতাগণ হজরত জিবরাইল (আঃ) সমভিব্যাহারে অবতরণ করেন, তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতিক্রমে, সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে। এই শান্তির ধারা চলতে থাকে উষার উদয় পর্যন্ত।’ (সুরা-৯৭ কদর, আয়াত: ১-৫)।

পবিত্র শবে কদরের শুভেচ্ছা জানিয়েছেন, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) প্রতিষ্ঠাতা সভাপতি, খান সেলিম রহমান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আজ (০৬’ই এপ্রিল ২০২৪) শনিবার, পবিত্র শবে কদর রাত। আরবি ‘লাইলাতুল কদর’ এর ফারসি ‘শবে কদর’। লাইলাতুন বা শব-এর অর্থ রাত। কদর-এর অনেক অর্থ, যেমন- পরিমাপ, পরিমাণ, নির্ধারণ, ভাগ্য নিরূপণ, সম্মান, গৌরব, মর্যাদা ও মহিমা। সুতরাং ‘লাইলাতুল কদর’ বা ‘শবে কদর’ অর্থ সম্মানিত, মর্যাদাপূর্ণ, মহিমান্বিত ও ভাগ্যনির্ধারণী রজনী। এ রাতকে ‘লাইলাতুল কদর’ বলার কারণ হচ্ছে, এ রাতের পূর্বে আমল না করার কারণে যাদের কোনো সম্মান মর্যাদা, মূল্যায়ন ছিল না তারাও তওবা-ইস্তেগফার ও ইবাদতের মাধ্যমে এ রাতে সম্মানিত ও মহিমান্বিত হয়ে যান। (তাফসিরে মারেফুল কোরআন)।

আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের বেজোড় রাতে কদর তালাশ করতে বলেছেন। আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদরের সন্ধান কর।’ (সহীহ বুখারী, হাদীস, ২০১৭, সহীহ মুসলিম, হাদীস, ১১৬৯)

একারণে একজন মুসলিমের নির্দিষ্ট কোনো রাতকে লাইলাতুল কদর হিসেবে চিহ্নিত করা উচিত নয়। বরং শেষ দশকের সবরাতেই যথাসম্ভব শবে কদরের তালাশ করা উচিত। বিশেষত শেষ দশকের বিজোড় রাতগুলো। এটিই আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ।

আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রমজানের শেষ ১০ রাত শুরু হলে, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোমর বেঁধে নামতেন। তিনি নিজে রাত জেগে ইবাদত করতেন এবং তার পরিবারের সবাইকে (ইবাদতের জন্য) জাগিয়ে দিতেন।’ (সহিহ বুখারি: ২০২৪; সহিহ মুসলিম: ১১৭৪) শবে কদরের জন্যে একটি বিশেষ দোয়ার উল্লেখ রয়েছে হাদিসে।

খান সেলিম রহমান আরও বলেন, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ‘আনহা হতে বর্ণিত, তিনি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ‘ইয়া রাসুলাল্লাহ, শবে কদরের রাতে আমার কোন দোয়াটি পড়া উচিত, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ‘আনহা’কে পড়ার জন্য নির্দেশ দিলেন।

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন, তুহিব্বুল আফওয়া, ফাফু আন্নি।’

অর্থ: হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। (মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত)

খান সেলিম রহমান আরও বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদর পেল কিন্তু ইবাদত-বন্দেগিতে সময় কাটাতে পারল না, তার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নেই। সুতরাং লাইলাতুল কদর তালাশ করে সঠিক ইবাদত-বন্দেগির মাধ্যমে রাত যাপনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমাদের একান্ত কর্তব্য।

পরম করুণাময় দয়ালু মেহেরবান মহান আল্লাহ্ তা’য়ালা মুসলিম উম্মাহর সবাইকে শবে কদরের নসিব দান করুন, সমস্ত মুসলিম উম্মাহ যেন, কোরআন-সুন্নাহর আলোকে লাইলাতুল কদরের ফজিলত ও আমল করার তৌফিক দান করেন, আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Customized BY WooHostBD