শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সাংবাদিক হত্যা,নির্যাতন,মিথ্যা মামলা রোধে সকল সাংবাদিক ঐক্যবদ্ধ না হলে ভবিষ্যতে এর মাত্রা আরো বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা বিএসএনপিএস কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক।
শুক্রবার (১৬ জুন) বিকালে ময়মনসিংহের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংস হত্যা, দেশব্যাপী অব্যাহত সাংবাদিক নির্যাতন,মিথ্যা মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানির প্রতিবাদে গাজীপুর সদর প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
বক্তব্যে তিনি আরো বলেন, দেশব্যাপী যেভাবে সাংবাদিক নির্যাতন, দমন, পীড়ন, মিথ্যা মামলায় হয়রানী করা হচ্ছে তাতে দেশে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়ার পাশাপাশি দূর্নীতিবাজ,মাদক ব্যবসায়ীসহ দেশ বিরোধী চক্র আরো সক্রিয় হয়ে পড়বে। বিচারহীনতার সংস্কৃতিই মূলত এদেশে সাংবাদিক নির্যাতন বাড়ানোর পিছনে মূল দায়ী। সাংবাদিকদের উপর হামলা মামলার কোনো সুবিচার পাওয়া যায়না।
তিনি ডিজিটাল নিরাপত্তা আইনকে সাংবাদিকদের পায়ের শিকল উল্লেখ করে তা বাতিলের দাবি তোলেন।
প্রতিবাদ সভায় সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক ময়মনসিংহের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করার পাশাপাশি গাজীপুরের কালীগঞ্জে খাবারের টাকা চাওয়ার অভিযোগে জেল জরিমানা করার ঘটনার অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন।
এখন পর্যন্ত সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
এর আগে প্রেসক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে মানববন্ধন করেন প্রেসক্লাবের সাংবাদিকরা।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,মহানগর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রধান,গাজীপুর সদর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল হাসান আহাদ খাঁন, সাংগঠনিক সম্পাদক রমজান আলী রুবেল,বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধরী, সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার নির্বাহী সম্পাদক হাফিজুর রহমান, গাজীপুর সদর প্রেসক্লাবের সহ-সভাপতি জি এস জয়,যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ রায়, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, সমাজকল্যাণ সম্পাদক সোহেল মন্ডল, কোষাধ্যক্ষ মনির শেখ, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আজিজুল হক তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদিকা এলিজা পারভীন লিজা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসমিন আক্তার মায়া, সাংবাদিক রীনা আক্তার, সাংবাদিক বিলকিস আক্তার রুবী, গাজীপুর সদর প্রেসক্লাবের সহ-দপ্তর সম্পাদক নূপুর সহ শতাধিক সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের আইনে আওতায় আনতে প্রশাসন কে ৭২ ঘন্টা সময় বেধে দেন। নয়তো দেশব্যাপী আন্দোলনের হুশিয়ারি দেয়া হয় এই প্রতিবাদ সমাবেশ থেকে। তাছাড়া স্বাধীন সাংবাদিকতার অন্তরায় এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানানো হয়।