নিজস্ব প্রতিবেদকঃ আব্বু সত্য নিউজ করার জন্য প্রাণ দিয়েছে। পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে।
আমার আব্বুর হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের
দাবি জানাচ্ছি।
কেঁদে কেঁদে কথাগুলো বলছিলেন সাংবাদিক
গোলাম রাব্বানী নাদিমের মেয়ে রাব্বিরাতুল
জান্নাত।
বলেন.এ হত্যার সঙ্গে যারা জড়িত সবাইকে
কঠোর শাস্তির আওতায় আনা হোক।
যেন অন্য কোনো সাংবাদিক সত্য নিউজ
করতে গেলে তাকে এমন হত্যাকাণ্ডের
শিকার হতে না হয়।