মুজিববর্ষের উপহার হিসেবে ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উপলক্ষে রাজশাহীতে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক চতুর্থ পর্যায়ে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে আগামি ২২ মার্চ। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। এবার রাজশাহী জেলায় চতুর্থ পর্যায়ে এক হাজার ৪৫১টি পরিবারকে ঘরের চাবি প্রদান করা হবে। এর মধ্যে রাজশাহী জেলার পবা উপজেলায় ২৮৮টি, পঠিয়া উপজেলায় ২৫৪টি, তানোর উপজেলায় ৩১৯টি, গোদাগাড়ী উপজেলায় ৪০৪টি, দুর্গাপুর উপজেলায় ১১১টি ও বাগমারা উপজেলায় ৭৫টি ঘর। সেইসঙ্গে দুই শতক জমি বিনামূল্যে বন্দোবস্ত, কবুলিয়ত ও নামজারি সম্পাদন করে দেওয়া হয়। বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানির ব্যবস্থা করে দেওয়া হয়। উল্লেখ্য, রাজশাহী জেলায় হালনাগাদকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা চার হাজার ৩২১টি। প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উদ্বোধনের মাধ্যমে ৬৯২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে তুলে দেওয়া হয় ঘরের চাবি। দ্বিতীয় পর্যায়ে পুনর্বাসিত করা হয় ৮৫৪টি পরিবার। তৃতীয় পর্যায়ে এক হাজার ৩২৪টি পরিবারকে চাবি প্রদান করা হয়। সংবাদ সম্মেলনে রাজশাহীর অতিরিক্তি জেলা প্রশাসক মুহাম্মদ শরিফুল হকসহ জেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।