১৮ মার্চ ২০২৩, ০৫:৩৩ পিএম | আপডেট: ১৮ মার্চ ২০২৩, ০৭:৫৩ পিএম আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ হয় বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। শনিবার সকালে ভোলার লালমোহনের সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে অনুষ্ঠিত ‘যুব উৎসবে’ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সাসটেইনেবল কোষ্টাল অ্যান্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট কম্পোনেন্ট-৩ এর আয়োজনে ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এ যুব উৎসব উদযাপন করা হয়। এমপি নূরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন আওয়ামীলীগ সরকার আবার ক্ষমতায় আসলে বাংলাদেশ হবে স্মার্ট রাষ্ট্র। তাই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বর্তমান সরকারকে আবারো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রাখতে হবে। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে যুব উৎসবে উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস,লর্ডহাডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।