সাভারে গাঁজা বিক্রির সময় পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা ও একটি প্রাইভেট করা জব্দ করা হয়। সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকার মাশরুম সেন্টারের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে প্রাইভেট কার ব্যবহার করে সীমান্ত জেলা কুমিল্লা থেকে গাঁজা এনে সাভারে বিক্রি করতেন গ্রেপ্তারকৃত আব্দুল আলীম, শফিকুল ইসলাম, বাদল, রফিক ও আকাশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সাভারের মাশরুম সেন্টারে সামনে গাঁজা বিক্রির সময় ১৪ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ আহমেদ বিপ্লব বলেন, দুপুরে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।