পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে জনাব মোঃ মাসুদ রানা, অফিসার ইনচার্জ, পলাশবাড়ী থানা, গাইবান্ধা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ আঃ মান্নান, এর নেতৃত্বে পলাশবাড়ী থানাধীন রংপুর টু ঢাকা মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে ইং-১৩/০৩/২০২৩ তারিখ ১৬:৩০ ঘটিকার সময় গাইবান্ধা টু বগুড়াগামী Abdullah যাত্রীবাহী গেটলক বাস থামিয়ে চেকিং করাকালে ধৃত আসামী ১।মোঃ রাজা মিয়া (৫৪), পিতা-মৃত নুর মিয়া, সাং-চুহাড়, থানা-মিঠাপুকুর, ২।মোঃ সোহেল রানা(৩৫), পিতা-মৃত মজিবর রহমান, সাং-মধ্য বাবু খাঁ, থানা-কোতয়ালী(আরপিএমপি), উভয় জেলা-রংপুর ১নং আসামীর হেফাজত হইতে ১০ বোতল এবং ২নং আসামীর হেফাজত হইতে ১০ বোতল ফেন্সিডিলসহ সর্বমোট ২০(বিশ) বোতল ফেন্সিডিল পাইয়া পলাশবাড়ী থানার মামলা নং-৯/৬০, তারিখ-১৩/০৩/২০২৩, ধারা-৩৬(১) সারণির ১৪(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়।