মো: ইলিয়াস শেখ বিশেষ প্রতিনিধিঃ বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম,দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও ৭১ টিভি’র জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সংবাদ সংগ্রাহক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারী ইউপি চেয়ারম্যান মাহমুদুর আলম বাবু সহ জরিত সকল আসামী গ্রেফতার ও তাদের দ্রুত ফাঁসির দাবিতে কুয়াকাটা প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার, ১৯ জুন ২০২৩ইং, সকাল ১০ ঘটিকার সময়, কুয়াকাটা প্রেসক্লাবের সামনে মুল সড়কে ঘন্টা ব্যাপি এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন অনু"র সভাপতিত্বে এই সময় আরো উপস্থিতি ছিলেন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি, এ.এম মিজানুর রহমান বুলেট, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, যুগ্ম সাধারণ সম্পাদক,মিজানুর রহমান,কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক, মোঃ মহিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কাজী সাঈদ। কুয়াকাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ হোসাইন আমির, মফস্বল সাংবাদিক ফোরাম মহিপুর থানা শাখার,সাধারণ সম্পাদক মোঃ বশির উদ্দিন, জাগোনিউজ এর কুয়াকাটা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান মিরাজ,এই সময় কুয়াকাটার গনমাধ্যম কর্মী গন উপস্থিত ছিলো। কুয়াকাটা প্রেসক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন সঞ্চালনায় করেন, মোঃ জহিরুল ইসলাম মিরন।
বিক্ষোভ ও মানববন্ধননে বক্তারা বলেন, সাংবাদিকরা হত্যা ও নির্যাতনের শিকার হলে তার কোনো বিচার হয় না। সাংবাদিক সাগর, রুনি, মানিক সাহা, হুমায়ুন কবীর বালু, শামসুর রহমানসহ সারা দেশে অসংখ্য সাংবাদিক হত্যা-নির্যাতন-নিপীড়নের শিকার হলেও তার বিচার আজ পর্যন্ত হয়নি।
বিচারহীনতার সংস্কৃতি সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের তালিকা দীর্ঘ করছে। এই তালিকায় যুক্ত হলো জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। এ সময় জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে পিটিয়ে হত্যাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন এবং হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাসির দাবি জানানো হয়। নাদিমের নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। অনয়থায় কঠোর কর্মসূচি পালন করবেন সাংবাদিক মহল।
বিক্ষোভ ও মানববন্ধন শেষে কুয়াকাটা প্রেসক্লাব মিলায়তন এসে প্রতিবাদ সভা করে, কর্মসূচি শেষ করে।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club