কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টজর :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসে অনিয়মের অভিযোগ উঠেছে। দায়িত্ব নেওয়ার প্রথম মাস না যেতেই অফিসটি অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ ও তার অফিস সহায়ক মোহাম্মদ মোশারফ হোসেন নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের পিএসসিদের (প্রকল্প সভাপতি) নিজ নিজ ব্যাংকে গিয়ে টাকা উত্তোলনের কথা থাকলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়ম ভেঙে নিজের অফিস সহকারীকে দিয়ে এসব চেকের টাকা উত্তোলন করাচ্ছেন।
সম্প্রতি সোনালী ব্যাংক থেকে চেকের মাধ্যমে টাকা উত্তোলনের সময় অফিস সহায়ক
মোশারফ হোসেন সাংবাদিকদের হাতে ধরা পড়েন। এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, বিষয়টি তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয়দের মতে অফিস সহায়ক কে এখান থেকে দ্রুত বদলি করলে অফিসের শৃঙ্খলা ফিরে আসতে পারে।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club