গোলজার হোসেন হিরা বিশেষ প্রতিনিধি:
রাজশাহীর সাংবাদিকদের মধ্যে পরিচিত মুখ, “সংবাদ ২৪ঘন্টা” ডট কম অনলাইন পত্রিকার স্টাফ রিপোর্টার তন্ময় দেবনাথ সংবাদ সংগ্রহকালে সোনাদীঘির মোড়ে হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর স্থানীয় জনগণ হামলাকারীকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক ব্যক্তির নাম বাবলা।
সাংবাদিকদের ওপর হামলা, মামলা, গুম, খুন ও নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনার প্রেক্ষাপটে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। তারা এক যৌথ বিবৃতিতে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি জোরালো আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে স্বাধীন সংবাদ পরিবেশন ব্যাহত হবে, যা গণতন্ত্রের জন্য বড় হুমকি।
বার্তা প্রেরক
সভাপতি/সাধারণ সম্পাদক
রাজশাহী প্রেসক্লাব।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club