বিশেষ প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামাল-এর নেতৃত্বে নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি এ. মান্নান, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, আব্দুল মান্নান ভূঁইয়া, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, মোঃ রিপন মিয়া, মোঃ নাসিম, মোঃ সবুজ, বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী, অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী, সাংবাদিক আব্দুল আজিজ, সুলতান মিয়া, সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, হাফেজ আব্দুল মুসা, মিনারা বেগম, রুবিনা বেগম, মোঃ হেকমত আলী, মোঃ হাসান আলী, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ চান মিয়া, রেহেনা বেগম, জুলেখা বেগম, মিসেস খালেদা, কোহিনীর বেগম, সাথী আক্তার, জান আরা বেগম, রুনা আক্তার, সূচনা, নাহিদ আখতার, মোঃ স্বপন, মোঃ হানিফ উদ্দিন, নিলি বেগম, কুলসুম বেগম, রিমিন, মিসেস মিনা, লিমা বেগম, মিম বেগম, মোঃ আবিদ, আফরোজা বেগম, মোঃ সুমন মিয়া, জামাত আলী, মোঃ হিরন, আব্দুর রহমান মিয়া, আতাউর রহমান, ইকবাল হোসেন, জান্নাত মিয়া, রামতা রানী, গোলাপ মিয়া, লোকমান হোসেন, আলমগীর হোসেন, মান্না, হাকিম মিয়া, সাইদুল ইসলাম, মাসুদ মিয়া, রতন মিয়া, জুয়েল মিয়া, জহির উদ্দিন, মধু, ওযুফা বেগম, শাহিদ আখতার, মুক্তার হোসেন, বাদলসহ আরও অনেকে।
পুষ্পস্তবক অর্পণের পর নেতৃবৃন্দ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বিজয়ের ৫৪ বছর অতিক্রম হলেও দেশ এখনো কাঙ্ক্ষিত স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারেনি। আজও নির্বিচারে প্রাণহানি, রাজনৈতিক সহিংসতা ও সর্বক্ষেত্রে বৈষম্য বিদ্যমান। তারা একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান, যেখানে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে।
এছাড়াও উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সরকারের প্রতি জোর দাবি জানান।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club