মোঃ মাহমুদুল হাসনস্টাফ রিপোর্টার,
বরিশাল সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডে স্মার্ট টিসিবি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট আয় শ্রেণির নাগরিকদের ন্যায্যমূল্যে পণ্য সুবিধা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার সকাল থেকেই ওয়ার্ড কার্যালয়ে উপকারভোগীদের দীর্ঘ লাইন দেখা যায়। তদারকির জন্য স্থানীয় কাউন্সিলর কার্যলয়ের ওয়ার্ড সচিব , সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত, নির্বাচিত দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সদস্যদের যাচাই-বাছাই শেষে এই স্মার্ট টিসিবি কার্ড প্রদান করা হচ্ছে। কার্ডধারীরা মাসে একবার নির্ধারিত মূল্যে টিসিবির চাল, ডাল, চিনি ও তেল কিনতে পারবে।
স্থানীয় বাসিন্দা মোছা. রহিমা বেগম বলেন,
“আগে পণ্য কিনতে অনেক কষ্ট হতো, এখন এই কার্ডের মাধ্যমে নিয়মিত কম দামে জিনিসপত্র পাবো – এতে অনেক উপকার হবে।”
আরেক কার্ডপ্রাপ্ত রিকশাচালক রফিক মিয়া জানান,“সঠিকভাবে নাম তোলায় আমি খুব খুশি। আশা করি এভাবে প্রতিমাসে পণ্য পাওয়া যাবে।”
স্থানীয় কাউন্সিলর ওয়ার্ড সচিব জানান,
“আমরা স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করছি। ওটিপি যাচাই ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে কার্ড দেওয়া হচ্ছে। কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।”
এই ওয়ার্ডে প্রায় ১২০০ থেকে ১৫০০ পরিবারকে কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিতরণ ধাপে ধাপে চলবে।
টিসিবি কার্ড বিতরণ কার্যক্রম স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। বরিশাল সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডেও দ্রুত এই কার্যক্রম চালু হওয়ার দাবি জানিয়েছেন নাগরিকরা।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club