ঢাকা, রোববার ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
বরিশাল সদর উপজেলার চরকাউয়া নয়ানী এলাকায় ন্যায্য মূল্যের সরকারি চাল আত্মসাতের অভিযোগ অনুসন্ধান ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মোঃ সাদ্দাম হোসেন প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন। তিনি দৈনিক স্বাধীন বাংলা ও বরিশালের কথা পত্রিকার প্রতিনিধি। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজসহ সচেতন মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে ১৯ সেপ্টেম্বর ২০২৫ ইং শুক্রবার। অভিযুক্ত স্থানীয় চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাল ডিলার মোঃ মজিবুর রহমান মিন্টু হাওলাদার- এর সরকারি চাল বিতরণে অনিয়ম দূর্নীতির সংবাদ অনুসন্ধানকালে তিনি সাংবাদিক সাদ্দাম হোসেন-কে অশালীন ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ঘটনার ভুক্তভোগী সাংবাদিক একইদিন বরিশাল বন্দর থানায় সাধারণ ডায়েরি করেছেন। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এ ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিকরা প্রায়ই পেশাগত দায়িত্ব পালনের সময় হুমকি, হয়রানি বা আক্রমণের শিকার হন। বিশেষ করে উপজেলা ও গ্রামীণ অঞ্চলের সাংবাদিকদের সামনে স্থানীয় প্রভাবশালী মহল বেশি চাপ সৃষ্টি করে। জনগণের স্বার্থে অনিয়ম, দুর্নীতি বা সরকারি সম্পদের অনিয়মিত ব্যবহার অনুসন্ধান করলে তারা সরাসরি দুর্নীতিবাজদের টার্গেট হয়ে থাকেন। সাদ্দাম হোসেনের ঘটনা সেই ঝুঁকির একটি স্পষ্ট উদাহরণ। একজন দায়িত্বশীল সাংবাদিক যখন জনস্বার্থের খবর অনুসন্ধান করেন, তখন তার নিরাপত্তা বিপন্ন হলে স্বাধীন সংবাদ ব্যবস্থার কার্যকারিতা হুমকির মুখে পড়ে। এক প্রেস বিবৃতিতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। সাংবাদিক সাদ্দাম হোসেনকে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। আমরা রাষ্ট্র ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের গুরুতর দায়িত্ব। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা শুধু ব্যক্তিগত স্বাধীনতা হরণের বিষয় নয়, এটি দেশের গণতান্ত্রিক কাঠামো ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা রাষ্ট্র ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের হুমকি প্রদানে সাহস না পায়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব, যা অবিলম্বে কার্যকর করতে হবে। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর পক্ষ থেকে রাষ্ট্র ও প্রশাসনের প্রতি আহ্বান ১. সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ২. হুমকি বা হামলার সঙ্গে যুক্তদের দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ৩. স্থানীয় প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। ৪. সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বিশেষ মনিটরিং সেল চালু করতে হবে। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠালগ্ন থেকে নির্যাতিত ও নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার রক্ষা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই দায়বদ্ধ দায়িত্ব অব্যাহত রাখবে।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club