বাগেরহাট জেলা প্রতিনিধিঃবাংলাদেশ প্রেসক্লাব বাগেরহাট জেলা আহ্বায়ক
জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার বাগেরহাট জেলা সিনিয়র রিপোর্টার মামুন হাওলাদার কে হত্যার চেষ্টা
মামুন হাওলাদারের সঙ্গে কথা বলে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে বিগত দিন দরে তাকে হত্যার চেষ্টা করছে একটি মহল
তিনি বলেন তার দাদা দুটি বিবাহ করেছেন তার দাদি ছাড়া অন্য যে পরিবার রয়েছে এখানে তিন চাচা এবং তার আপন একটি চাচা রয়েছেন
আপন চাচা প্রায় ৪০ বছর ধরে বাড়ির বাইরে থাকেন পরিবার নিয়ে
অন্য পরিবারের সদস্যরা জমিজমা সংক্রান্ত ঝামেলা নিয়ে বিগত ৪০ বছর ধরে তাদের উপরে জুলুম করে আসছেন তারা যে বাড়িতে থাকে ওই বাড়িতে মোট ১১৬ শতাংশ জমি এর মধ্যে তার আপন কাকা এবং তার বাবার ৫৮ শতাংশ জমি রয়েছে, তাদের ৫৮ শতাংশ জমি খন্ড খন্ড করে বিভিন্ন জায়গা থেকে ভোগ দখল করার জন্য বলেন এবং ওইভাবেই তাদেরকে ভোগ দখলের ভাগ করে দেন যখনই কোন গাছের ফল অন্যান্য কিছু তাদের জমি থেকে সংগ্রহ করতে যান ওই সূত্র ধরেই তারা ঝামেলা শুরু করেন তাদের উদ্দেশ্য তারা যেন এই বাড়ি তাদের কাছে বিক্রি করে চলে যান তাই এক জায়গা থেকে জমি ভোগ দখল না দিয়ে বিভিন্ন জায়গা থেকে ভোগ দখল করার জন্য বলেন প্রতিনিয়ত যদি তাদের উপরে এ ধরনের নির্যাতন করতে পারে এক পর্যায়ে তারা নিশ্চয়ই বিক্রি করে চলে যাবে।
এই জমিজমা সূত্র ধরে সব সময় তাদের উপরে নির্যাতন চালিয়ে আসছেন প্রতি বছর তাদের উপরে কমপক্ষে দুই একবার মারামারির উদ্দেশ্য করে ঝামেলা করেন কিন্তু মামুন হাওলাদারের বাবা ওই বাড়িতে আপন বলতে তার পরিবার নিয়ে দুজনই থাকেন তার মা এবং বাবা কিন্তু ওদের পরিবারের সদস্য বেশি থাকায় সর্বদাই তারা তাদের উপরে নির্যাতন চালিয়ে আসছেন এমত অবস্থায় বিগত এক বছর আগে মামুন হাওলাদার বাড়ির স্থায়ীভাবে থাকা শুরু করলে জমিজমা সংক্রান্ত ঝামেলা নিয়ে
একটি চক্র তাকে হত্যার চেষ্টা করতে থাকেন,
কিন্তু তাদের পরিকল্পনা বিভিন্ন সময় ব্যর্থ হয়
অদ্য ১৫/০৬/২০২৩ ইংরেজি তারিখ ভোর পাঁচটা বাজে তার বাবা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন যেহেতু মামুন হাওলাদারের পরিবারের অন্যান্য সদস্যরা সবাই চট্টগ্রামে থাকেন এই সুযোগে তাকে হত্যার চেষ্টা পরিকল্পনা ছক তৈরি করেন
অদ্য ১৫-৬-২০২৩ ইংরেজি
মাগরিবের আজানের সময় মামুন হাওলাদারের আম্মার সঙ্গে ঝামেলা শুরু করেন যেহেতু মামুন হাওলাদার পুরান বাড়িতে থাকেন না ওদের ভয়ে বিলের মধ্যে নতুন বাড়ি করে সেখানে থাকেন তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী সন্ধ্যা বেলা গ্যাঞ্জাম শুরু করে মামুন হাওলাদার মায়ের সাথে,
এমত অবস্থায় মামুন হাওলাদার সেখানে উপস্থিত হলে অতর্কিতভাবে তাকে অ্যাটাক করেন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেন এক পর্যায়ে পার্শ্ববর্তী যারা রয়েছেন তারা তাকে ওখান থেকে সরিয়ে দেন,
বর্তমানে তিনি শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন
বর্তমানে তার পরিবারের অন্য অন্য সদস্যরা চট্টগ্রামে থাকায়
তার মা এবং পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন
তাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সাহায্য চেয়ে অনুরোধ জানিয়েছেন।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club