নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবে গভীর রাতে তালা লাগিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় শুক্রবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আবদুল ওয়াহাব।
এরআগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দুর্বৃতরা কেন্দুয়া প্রেসক্লাব ভবনের দরজায় একাধিক তালা লাগিয়ে রাখে।
কেন্দুয়া থানার ওসি আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আবদুল ওয়াহাব জিডিতে উল্লেখ করেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কাজ সেরে প্রেসক্লাব থেকে তিনি বের হন। শুক্রবার বেলা ১১টার দিকে ক্লাবের পিয়ন গিয়ে দেখে দরজায় একাধিক তালা লাগিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনা কারা ঘটিয়েছে তা তিনি জানেন না। বিষয়টি নিয়ে থানায় জিডি করেছেন তিনি।
কেন্দুয়া থানার ওসি আলী হোসেন জানান, এ ঘটনায় প্রেসক্লাব সভাপতি থানায় জিডি করেছন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য- গতমাসে প্রেসক্লাবের আয়োজনে করা মেলায় ভাংচুর করার অভিযোগে স্থানীয় এমপি অসীম কুমার উকিল ও পৌর মেয়ার আসাদুল হক ভূইয়ার সকল প্রকার সংবাদ বয়কট করে প্রেসক্লাবের সাংবাদিকরা। বিষয়টি প্রেসক্লাবে রেজুলেশনও করা হয়। এ নিয়ে পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club