সাঈদা সুলতানা
নারায়ণগঞ্জে মানবিক জেলা প্রশাসক এর সাথে মানবাধিকার নেতার সৌজন্য সাক্ষাৎ দেশের চলমান অস্থির সময়ে সমগ্র প্রশাসনের মাঝে আলোচিত মানবিক জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়া ও সময়ের বহুল আলোচিত মানবাধিকার নেতা সেহলী পারভীন মুখোমুখি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে এবং আগামীতে তাঁরা মতবিনিময়ের মাধ্যমে মানবাধিকার বিষয়ক কাজ করবেন বলে দু'জন দু'জনের অভিজ্ঞতা বিনিময় করেন। এ-সময়ে উপস্থিত ছিলেন হিউম্যান এইড নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় সহকারি মহাসচিব সাঈদা সুলতানা। জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে স্বনামধন্য মানবাধিকার নেতাকে দেশের লোকশিল্পের নিদর্শন সরুপ নকশিকাঁথার মাঠ নামীয় বিখ্যাত ব্রান্ডের একটি নকশিকাঁথা উপহার দিয়ে অভিনন্দিত করেন। যা পল্লী কবি জসিম উদ্দিন কে মনে করিয়ে দেয় গভীরভাবে। জেলা প্রশাসক কার্যালয়ের গতো ১ বছরের কর্মকান্ডের সকল ডকুমেন্টস নেত্রীর হাতে তোলে দেন এনডিসি নেজারত ডেপুটি কালেক্টর তামসিদ ইরাম খান। সকল প্রকার মধ্যস্ততায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। পূর্ব নির্ধারিত সময়ানুযায়ী সৌজন্য সাক্ষাৎটি ৭ জুলাই ২০২৫ বিকেলে ৫টায় কার্যকর হয়...
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club