জেলায় ধামরাই মধুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এক তলা ভবন এখন প্রায় ধ্বংসের পথে। সরোজমিনে গিয়ে তথ্যের ভিত্তিতে জানা যায়, মধুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত ২০০০ সাল। শুরু হয় ২০০১ সাল থেকে। দীর্ঘ ২২ বছর ধরে, স্কুলের হালাত একে বারে শেষ পর্যায়। স্কুলে পড়া_শুনার মান ও একেবারে নগন্ন ও চারি পাশে ময়লা _ আর্বজনায় ভরা। যেনো মনে হয় না যে, এটা একটি সরকারি স্কুল। স্কুলের দেওয়াল ধ্বসে পরেছে, ছাদের প্রায় অংশ ধ্বসে ধ্বসে পড়ছে। স্কুলের ক্লাস রুমের ভিতরের দেওয়াল টা ধ্বসে পড়ছে।এই ধ্বসে পড় অবস্থাতে, আবার নতুন রংগে সাজাচ্ছেন মধুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।যে নো কারোর চোখের নজরে না আসে। সরোজমিনে গিয়ে এলাকার তথ্য মতে জানা যায়, তারা বলেন, এই মধুডাঙ্গা সরকারি স্কুল নাম মাএ, কিন্তু স্কুলের কোনো কার্যকলাপ পাওয়া যায় না। কারণ স্কুলটা তৈরি হয়েছে, অল্প টাকা খরচে, অল্প দিনেই স্কুলটা ধ্বংস হয়ে যাচ্ছে।তারা আরো বলেন, স্কুলে যে সকল শিক্ষক _ শিক্ষিকা দায়িত্বে আছেন, সে সকল শিক্ষক _ শিক্ষিকা অলস স্বাভাবের। পড়ার ফাকি দেয়। ছেলে মেয়েদের সঠিক ভাবে পড়া_শুনা করান না । তারা সব সময় মোবাইল ফোন নিয়েই ব্যস্ত। এলাকার অন্য লোকদের সাক্ষাৎ কারে বলেন, আমরা এরকম স্কুল কোথায় ও দেখি নাই। স্কুলে যে, সকল শিক্ষক আছেন, তাদের ও যেনো কোনো দায়িত্ব ভার নেই।তবে সরকার কি ভাবে এই সকল শিক্ষিত নামে অশিক্ষিত মানুষদের প্রতি মাসে মাসে বেতন দেই। তারা জানান, সরকারের সু দৃষ্টি কামনায়, মধুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় টা মেরামতের ব্যস্থা করে দিয়ে, এবং যে সকল শিক্ষিত নামে অশিক্ষিত মানুষ স্কুলে রয়েছেন, তাদের সকলকে স্কুল থেকে বিতাড়িত করে, নতুন করে স্কুলে শিক্ষক নিয়োগ দিতে।তা হলে এলাকায় সমাজে সু_ শিক্ষা ও শান্তি বজায় থাকবে।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club