নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মিরপুরে ১০ নম্বর বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কার্যালয়ে গত ২৯ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত জরুরি আলোচনা সভা শেষে ঝিনাইদহের নবীন শিল্পী শামীমের হাতে ১ টি নতুন মোবাইল ফোন উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে।
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি শারমিন আরার অনুরোধে এই উদ্যোগ গ্রহণ করেন B.C.P.C-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদক খান সেলিম রহমান, যিনি মানবাধিকার, সামাজিক উন্নয়ন এবং তরুণ প্রতিভাদের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত।
শামীম দীর্ঘদিন ধরে সংগীত ও কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করছেন। ছোটবেলা থেকেই তিনি গান পরিবেশন করতেন এবং ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে তার কাছে মোবাইল ছিল না, যা নতুন গান রেকর্ড করা ও ভিডিও তৈরি করতে বাধা সৃষ্টি করত।
শামীম বলেন, “আজকের উপহার আমার জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে। আমি এ সুযোগ কাজে লাগিয়ে আরও ভালো কিছু করতে চাই।”
খান সেলিম রহমান দীর্ঘদিন ধরে মানবাধিকার, অসহায় শিল্পী ও তরুণ প্রতিভাদের সহায়তায় সক্রিয়। তিনি মনে করেন, প্রতিটি প্রতিভা দেশের সম্পদ, এবং তা বিকশিত করতে সহায়তা করা সমাজের কর্তব্য।
উপস্থিত সদস্যরা বলেন, “খান সেলিম রহমান শুধু সংগঠক নন, তিনি মানবতার সত্যিকারের ফেরিওয়ালা। ছোট সহায়তাও বড় পরিবর্তন আনতে পারে।” মোবাইল উপহার দেওয়ার অনুষ্ঠানে শামীমের সৃজনশীল কার্যক্রম, সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর সহ-সভাপতি ও দৈনিক জনজাগরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শিহাব উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা'র সহ-বার্তা সম্পাদক ওয়ারেছ আহমেদ তাপস, যুগ্ন সাধারণ সম্পাদক সুমন খান যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শফিকুর রহমান ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমেদ তপু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠক, প্রেস ক্লাবের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।
মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমান শুধুমাত্র শিল্পীদের পাশে দাঁড়ান না; তিনি সামাজিক কর্মকাণ্ড ও দারিদ্র্য নিরসনেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। কোনো সাংবাদিক হামলা মামলার সময় নির্যাতনের শিকার হলে তিনি নিজ অর্থায়নে পাশে দাঁড়ান। ২০২০ সালে করোনাকালে বগুড়ায় ১০ লক্ষ টাকার খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন। ২০২৪ সালের বন্যায় কুমিল্লা ও ফেনীর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে নিজ অর্থায়নে সহায়তা পৌঁছে দেন। শীতকালে মিরপুর ও আশেপাশের এলাকার গরীব ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। প্রতি রমজান মাসে হাজার হাজার অসহায় হতদরিদ্র মানুষকে ইফতার সামগ্রী বিতরণও করেন।
শিল্পী শামীমের হাতে মোবাইল উপহার দেওয়া অনুষ্ঠান কেবল ব্যক্তিগত সহায়তা নয়, এটি মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক বার্তা বহন করে। খান সেলিম রহমানের উদাহরণ তরুণদের মধ্যে আত্মবিশ্বাস, উদ্দীপনা ও সৃজনশীলতা বৃদ্ধি করে, যা দেশের সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club