ভোলার লালমোহনে কর্মহীন মৎস্যজীবীদের নিয়ে যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, এসসিএমএফপি এর বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী মো. সামিউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুসসহ আরো অনেকে। প্রধান অতিথি এমপি শাওন বলেন, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশের সুবিধা জেলেদের মাঝেও পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩, কমিউনিটি এম্পায়ারমেন্ট এন্ড লাইভলীহুড ট্রান্সফরমেশন এর আওতায় সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এ যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে যুব জেলেরা আনন্দদায়ক বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club