শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার: সর্বদা তোমার জীবন ঝলমলে মিষ্টি রোদের আলোয় ভরে থাকুক, আজকে তোমার খুশির দিনটা কোনো দিনও যেন হয়না মলিন, দুঃখ যেন তোমার কাছে আসতে না পারে।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানের একমাত্র সন্তান খান সিফাত রহমান রাফির ১৬'তম জন্মদিন পালিত হয়েছে।
(০৪'ই সেপ্টেম্বর ২০২৪) বুধবার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব মিরপুর কার্যালয় সিনিয়র সাংবাদিকদের সহ তার আত্মীয়-স্বজন নিয়ে রাফির ১৬'তম জন্মদিনের কেক কাটা হয়।
এসময় জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে খান সেলিম রহমান বলেন- সবাই দোয়া করবেন আমার একমাত্র ছেলে খান সিফাত রহমান রাফি যেন দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে । এসময় রাফির আম্মু আছিয়া রহমান রাফির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মিরপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাতৃজগত পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রিপন। যুগ্ন সাধারণ সম্পাদক আফজাল হোসেন জাকির। এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার সিহাব তালুকদার জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সহ বার্তা সম্পাদক আবু তাহের, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা'র চিফ রিপোর্টার শেখ মোঃ হুমায়ুন কবির সহ মাতৃজগত পরিবারের সাংবাদিকবৃন্দ ১৬'তম জন্মদিনে সকলে রাফির জীবনে সুন্দর পরিকল্পনা ও সফলতায় বয়ে আসার প্রত্যাশা করেন।
খান সিফাত রহমান রাফি'র ১৬'তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার, দৈনিক আমাদের দর্পণ এর সম্পাদক মোঃ আতিকুর রহমান (এলএলবি),বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন বাবু সহ আরো অনেকে।
সুশিক্ষায় শিক্ষিত হও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠো, দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করেো সর্বদা সত্যের পথে থেকে মিথ্যের বিরুদ্ধে রুখে দারাও।
শুভ শুভ শুভদিন, খান সিফাত রহমান (রাফি'র) জন্মদিন।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club