’
নিজস্ব প্রতিবেদক: নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের আবেদন জমা দিয়েছে বাংলাদেশ একাত্তর পার্টি (ইপি)। নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন রোববার (২২ জুন) দুপুর ৩টায় দলটির সদস্য সচিব মোঃ নাজিম হোসেন এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে ৫ প্রতীক চেয়ে আবেদনপত্র জমা দেন।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, রাজনৈতিক দল নিবন্ধনের জন্য কিছু নির্ধারিত শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে: কেন্দ্রীয় কমিটি ও সক্রিয় কেন্দ্রীয় অফিস, দেশের এক-তৃতীয়াংশ জেলায় জেলা কমিটি ও অফিস, এবং ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানায় অফিস, যেখানে প্রতিটিতে ন্যূনতম ২০০ জন ভোটার সদস্য হিসেবে তালিকাভুক্ত থাকতে হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন গত ১০ মার্চ নতুন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নিবন্ধনের আবেদন আহ্বান করেছিল। সে সময় নির্ধারিত ছিল ২০ এপ্রিল পর্যন্ত। পরে আবেদনকারীদের অনুরোধে সময়সীমা দুই মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। সেই বর্ধিত সময়সীমার শেষ দিনেই আবেদনপত্র জমা দেয় বাংলাদেশ একাত্তর পার্টি।
উল্লেখ্য, এই প্রক্রিয়ায় মোট ১৪৭টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club