লেখক বিলকিস আক্তারঃ একবার জঙ্গলে প্রচন্ড ঝড় শুরু হলো।সব পশুরা যার যার বাসায় আশ্রয় নিলো।এমন সময় দৌড়ে বাসায় যাচ্ছিলো এক রাজহাঁস।
তখন রাজহাঁস টি পথিমধ্যে দেখলো এক নেকড়ের বাচ্চা ঝড়ের বেগে কোথা থেকে যেনো রাস্তার মধ্যে এসে পড়লো।নেকড়ের বাচ্চাটি বাতাস আর বৃষ্টির সাথে পেরে উঠছিলো না।সে বাঁচার জন্য রাজহাঁসের সাহায্য চাইলো।আর রাজহাঁসটির মনে তখন মায়া হলো।
সে ডানা দিয়ে তাকে আগলে রাখলো।ঝর থেমে গেলে নেকড়ে টি কেঁদে কেঁদে বললো আমার মা বাবা কোথায় যেন হারিয়ে গেছে। প্লিজ তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও।
রাজহাস তখন বললো তুমি নেকড়ের বাচ্চা। আমার বাসায় আমার দুটো ছোট ছোট ছেলে আছে।তুমি যদি তাদের কোনো ক্ষতি করো??
তখন নেকড়ের বাচ্চা বললো "কখনো না।আমি বড় ভাইয়ের মত তাদের আগলে রাখবো। ওয়াদা করলাম।
রাজহাঁস তার কথা বিশ্বাস করলো।তাকে বাসায় নিয়ে গিয়ে ছেলেদের সাথে পরিচয় করিয়ে দিলো।নিজের বাচ্চাদের সাথে তাকে খাইয়ে যত্ন করে বড় করতে লাগল।নেকড়ে এখন পরিপক্ব হলো।তার মনে লোভ জাগে রাজহাঁস গুলো দেখে।
তাদের একদিন খেতে পারলে ভীষণ মজা পেতাম।প্রতিদিন ই এসব ভাবতে ভাবতে ঘুমায়।সুযোগের অভাবে খেতে পারেনা।
একদিন সকালে মা রাজহাঁসটি নেকড়ে কে বললো" বাবা তুমি তোমার ভাইবোন কে দেখো আমি আজ অনেক দূরে যাবো খাবার সংগ্রহ করতে।
নেকড়ে মনে মনে ভাবে আজকে ই সুযোগ।অনেক দিনের সাধ আজ পূর্ণ হবে।আহ!কি আনন্দ!!মুখে বললো "ঠিক আছে যাও। আমি ওদের খেয়াল রাখবো।তখন নিশ্চিন্ত মনে রাজহাঁস চলে গেলো।
বাচ্চা গুলোর মা যখন চলে গেলে তখন ই দেখা গেলো নেকড়ের আসল রুপ।সে তার ধারালো নখ দিয়ে রাজহাঁসের বাচ্চা গুলোর উপর আক্রমন শুরু করলো।
বাচ্চারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো।কিন্তু কেউ তাদের চিৎকার শুনলো না।
নেকড়ে টা বাচ্চা গুলো খেয়ে সে কি পৈশাচিক আনন্দ! কী তৃপ্তির হাসি হাসছে।ভাবলো আর দেরি করা যাবে না।এক্ষুনি পালাতে হবে।এই বলে সে জঙ্গলে চলে গেলো।
সন্ধ্যার মা রাজহাঁস বাসায় এসে ডাকাডাকি করে কোনো সাড়া পেলো না।সে বাসায় প্রবেশ করলো।
ভিতরের দৃশ্য দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো।শুধু পড়ে আছে তার আদরের সন্তান দের রক্ত মাখা হাড়গুলো।প্রথমে কিছু বুঝতে না পারলেও যখন দেখলেও কোথাও নেকড়ে টা নেই তখন তার আর কিছু ই বুঝতে বাকি রইলো না।ঘটনা কি ঘটেছিলো।
শিক্ষা -ঃ-জীবনের সর্বস্ব দিয়ে কখনো ই কাউকে বিশ্বাস করতে নেই।মানুষের মধ্যে ও কিছু মানুষ আছে হিংস্র স্বভাবের।প্রয়োজন ফুরালে তারা ঠিক ই নিজের রুপ প্রকাশ করবে আপনি তাদের যত উপকার ই করুন না কেন।তাই সদা সাবধান।
খান সেলিম রহমান
প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত
প্রতিষ্ঠাতা সভাপতি: খান সেলিম রহমান
মোবাইলঃ 01712608880
ইমেইলঃ khansalimrahman@gmail.com
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club